Breaking
1 Jan 2025, Wed

ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধের প্রভাব পড়ল না, ঝাড়গ্রাম শহরের জনজীবন স্বাভাবিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধের প্রভাব পড়ল না ঝাড়গ্রাম শহরে। জেলা শহরের জনজীবন স্বাভাবিক। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন সবাই রাস্তায় নেমেছেন। চলছে মোটর সাইকেল থেকে চারচাকা। শহরের সারদাপীঠ মোড় অবরোধ থাকলেও সেখান দিয়ে পায়ে হেটে সকলকে যাতায়াত করতে দিচ্ছেন বনধকারীরা। এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল দুটি দাবির ভিত্তিতে পথ অবরোধ ডেকেছে।

Developed by