ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম জেলা জুড়ে রাজ্য সড়কে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’ নেতা-কর্মীরা পথ অবরোধ শুরু করেছেন প্রায় তিন ঘণ্টা আগে। অবরোধ চলার মাঝেই সারদাপীঠ মোড়ে এসে সংগঠনের উপদেষ্টা চিকিৎসক শিবশংকর সরেন জানালেন,’রাজ্য সরকারের কাছে আমরা নির্দিষ্ট দুটি দাবি রাখছি। এক, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মাধ্যমে ডিএলএড টিচার ট্রেনিং চালু করতে হবে। দুই, ঝাড়গ্রামে সাঁওতালি মাধ্যমে টিচার ট্রেনিং চালু নিয়ে দুটি নোটিফিকেশনের বদলে সঠিক একটি নোটিফিকেশন জারি করতে হবে। আমাদের এই দুটি দাবি রাজ্য সরকার মেনে নিলেই সঙ্গে সঙ্গে আমরা পথ অবরোধ তুলে নেব।’