Breaking
27 Dec 2024, Fri

ভারত জাকাত মাঝি পারগানা মহল অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ শুরু করল গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সোমবার সকাল থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ডাকে সাঁওতালি টিচার ট্রেনিং চালু করার দাবিতে গোপীবল্লভপুর ৯ নম্বর জাতীয় সড়কের উপরে অবরোধ চালাচ্ছেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর নেতা- কর্মীরা। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্মীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। শুধুমাত্র পত্রিকাতে ঘোষণা হয়েছে সাঁওতালি ভাষায় ট্রেনিং দেওয়া হয়েছে। সরকারি ভাবে এখনও পর্যন্ত কাগজপত্র না পাওয়ায় ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছেন ভারত জাকাত মাঝি পারগানা কর্মীরা।

Developed by