ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দায়িত্ব কমল শোভনদেব চট্টোপাধ্যায়ের। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে সরিয়ে তুলনামূলক ভাবে গুরুত্বপূর্ণ বন দফতরের মন্ত্রী করা হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এই দফতরের দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। ফলে ব্রাত্যর হাতে এখন শুধু রইল বায়োটেকনোলজি দফতর।মন্ত্রিসভার এ বারের রদবদলে যে নতুন কোনও মুখকে নবান্নে আনা হবে না বা কাউকে একেবারেই ছাঁটা হবে না, তা শাসক দলের মধ্যে আগেই স্পষ্ট ছিল। কারণ, দলের অনেকের মতে লোকসভা ভোটে বিজেপি এক লাফে ১৮টি আসনে জিতে যাওয়ার পর মন্ত্রীদের কাউকেই ক্ষুণ্ণ করা বুদ্ধিমত্তার কাজ হত না। কারণ, গেরুয়া শিবিরের হাতছানি রয়েছে প্রতিনিয়ত। তবে প্রশাসনিক ও রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কিছু পরিবর্তন করা জরুরি ছিল।কোচবিহারের নেতা বিনয়কৃষ্ণ বর্মণও এত দিন দফতরবিহীন মন্ত্রী ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।