Breaking
26 Dec 2024, Thu

বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল বাঁধনা পরব ও বীরসা মুন্ডার ১৪৫ তম জন্মদিবস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল বাঁধনা পরব ও বীরসা মুন্ডার ১৪৫ তম জন্মদিবস। এদিন বেলিয়াবেড়া ব্লকের গোয়ালমারার কলাবেড়িয়া মাঠে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান ঘিরে চারিদিকে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। জানা গিয়েছে এদিনের এই অনুষ্ঠানে প্রায় ৩০টি আদিবাসী নাচের দল এসেছিলেন এখানে। বীরসা মুন্ডার ছবিতে মাল্যদানের পরেই শুরু হয় অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গেশ মল্লদেব, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাত, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরবাহা সরেন, বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং, সহ সভাপতি কালিপদ সূর সহ বেলিয়াবেড়া ব্লকের অন্যান্য নেতা নেতৃবৃন্দরা।

Developed by