Breaking
25 Dec 2024, Wed

সেই কুমুদ কুমারী স্কুল মাঠেই হবে জঙ্গলমহল উৎসব।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: গত বছর মে মাসে কুমুদ কুমারী স্কুলের মাঠে মাঠে প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ করে পশ্চিমবঞ্চল উন্নয়ন পর্ষদ থেকেই ঘাস লাগানো হয়েছে। সেই সঙ্গে মাঠের চারিপাশে ফেনসিং করা হয়েছে। স্কুলের মাঠে যেমন চেহারা পাল্টেছে, সেরকম স্কুলের সৌন্দর্যায়ন বেড়েছে। মাঠে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফাস লাগানোর পর অধিকাংশ ঝাড়গ্রামবাসী আশা করেছিলেন, এবার হয়ত স্কুলের মাঠটি উৎসব বা মেলা থেকে রেহাই পাবে। কিন্তু এদিন ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের বৈঠক শেষে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, কুমুদ কুমারী স্কুল মাঠে জঙ্গলমহল উৎসব হবে। ওটা আমাদেরই সম্পদ। ওখানে বাঁশ পোঁতার জন্য গর্ত হয়ে থাকে বা পেরেক পড়ে থাকে। সেই কাজগুলো আমার ফেলে দিয়ে চলে আসব না। আমরা ঠিক করে দেব।

Developed by