Breaking
26 Dec 2024, Thu

শিলদায় মহাত্মা গান্ধীর সার্ধশত বর্ষ জন্মজয়ন্তী পালিত হল।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বিনপুর-২ চক্রের উদ্যোগে বুধবার শিলদা মডেল প্রাথমিক বিদ্যালয়ে মহাত্মা গান্ধীর সার্ধশত বর্ষ জন্মজয়ন্তী পালিত হল। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা। উপস্থিত ছিলেন বেলপাহাড়ি ডিএসপি রথীন্দ্রনাথ বিশ্বাস, বিনপুর-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রকাশ নাথ, শিলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রা বেজ। কুই্যজ, তাৎক্ষণিক বক্তৃতা, নাটক, প্রবন্ধ প্রতিযোগিতায় বিনপুর-২ ব্লকের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সমস্ত বিভাগের সফল পড়ুয়াদের পুরষ্কার তুলে দেন বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও অবর বিদ্যালয় পরিদর্শক প্রকাশ নাথ।

Developed by