Breaking
24 Dec 2024, Tue

মাধ্যমিক স্তরের সিলেবাসে বদল আনছে পর্ষদ, লক্ষ্য সচেতনতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ সিলেবাসে নয়া অধ্যায় যুক্ত করতে চলেছে শিক্ষা দপ্তর৷ মাধ্যমিক স্তরের সিলেবাসে যুক্ত হবে নয়া অধ্যায়৷

সংবাদ সংস্থা পিটিআই শিক্ষা দপ্তরের এক আধিকারকে উদ্ধৃত করে জানিয়েছে, আগামী শিক্ষা বর্ষ থেকে পড়ুয়াদের সচেতন করাতে সিলেবাসের মাধ্যমে বিভিন্ন ধরনের সাপ চেনানো হবে৷ সরীসৃপ জাতীয় প্রাণীদের দেখলে কী করা উচিত তাও শেখানো হবে পড়ুয়াদের৷ জীব-বৈচিত্র্য রক্ষায় সাপ ও শরীসৃপদের কী ভূমিকা তাও শেখানো হবে বলে খবর৷

এই বিষয়ে সংবাদ সংস্থাকে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বোর্ড চাইছে, রাজ্যের পড়ুয়াদের মধ্যে জীব-বৈচিত্র্যের সচেতনতা তৈরি হোক৷ সিলেবাস কমিটির সভাপতি অভীক মজুমদার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিষাক্ত ও নির্বিষ সাপ দেখলে কী প্রতিক্রিয়া হওয়া উচিত, সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা থাকবে নয়া অধ্যায়ে৷ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে এই বিষয়ে একটি খসড়া অধ্যায় তৈরি করা হয়েছে৷

তিনি সংবাদ সংস্থাকে আরও জানিয়েছেন, সাপ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা উচিত৷ এই শিক্ষা থেকে সাপ সম্পর্কে পড়ুয়ারা তার পরিবারকে সচেতন করতে পারে৷ পাশাপাশি পরিবেশের জীব-বৈচিত্র্য রক্ষায় সাপের ভূমিকা সম্পর্কেও জানতে পারবে পড়ুয়ারা৷ আর তার জেরে বিষাক্ত সাপ-সহ সরীসৃ হত্যা বন্ধ করা যাবে৷

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নতুন প্রজন্মের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে মাধ্যমিকের পাঠক্রমে একটি অধ্যায় আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷

সৌজন্যে :- আজ বিকেল

Developed by