Breaking
25 Dec 2024, Wed

সুখবর, বাড়ল ভোটার তথ্য যাচাইয়ের সময়সীমা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- দ্বিতীয় দফায় সময়সীমা শেষ হওয়ার এক সপ্তা আগেই ফের তৃতীয় দফায় ভোটার তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ১৮ নভেম্বর ছিল ভোটার কার্ডের তথ্য যাচাইয়ের শেষ দিন। কিন্তু প্রযুক্তিগত নানান ত্রুটি বিচ্যুতির কারণে এবার সময়সীমা আরও বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের।

জানা গিয়েছে, আগামী ১৮ নভেম্বরের পরিবর্তে ভোটার কার্ডের তথ্য যাচাই পর্ব শেষ হবে ৩০ নভেম্বর। ৩০ নভেম্বরের আগে পর্যন্ত অনলাইনে ভোটার কার্ডের তথ্য যাচাই পর্ব চলবে না। ভোটাররা অনলাইনে তাঁদের নাম সহ বিভিন্ন তথ্য যাচাই করে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, এই কাজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করা যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৫ ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত নতুন ভোটার তালিকা নির্মাণের কাজ করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি।

Developed by