Breaking
27 Dec 2024, Fri

রোহিনীর কদমডিহাতে গ্রাম পঞ্চায়েতের সচিবকে ২ ঘন্টা তালাবন্ধ করে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাস্তা না হওয়ায় গ্রাম সংসদের বৈঠকে আসার পর গ্রাম পঞ্চায়েতের সচিবকে ২ ঘন্টা তালাবন্ধ করে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের কদমডিহা সংসদ এলাকার ঘটনা। বিকেলে চারটা নাগাদ গ্রাম সংসদের বৈঠকে এসেছিলেন গ্রাম পঞ্চায়েতের সচিব সরোজ নায়েক। দীর্ঘদিন ধরে গ্রামের ৩ কিমি রাস্তার অবস্থা খুবই খারাপ। গ্রামবাসীদের বক্তব্য,‘রাস্তার এমন বেহাল অবস্থা,যা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হয়। স্কুলের পড়ুয়ারা থেকে শুরু করে রোগীদদের নিয়ে যেতে খুবই সমস্যা তৈরি হচ্ছে। তাই সকলে মিলে বিকেল চারটা থেকে কদমডিহা এমএসকে স্কুলে তালাবন্ধ করে রেখে দিয়েছে সচিবকে।’ গ্রামবাসীদের দাবি করেন, বিডিওকে রাস্তা সারাইয়ের উপযুক্ত আশ্বাস দিলেই তবেই ছাড়া হবে সচিবকে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশও আসেন। তারপর বিডিও-র আশ্বাসে গ্রামবাসীরা তালা খুলে দেন সচিবকে। গ্রামবাসীরা জানিয়েছেন, বুধবার বিডিও দেখা করে বিষয়টি শোনার আশ্বাস দিয়েছেন।ছবি : প্রতীকী।

Developed by