Breaking
28 Dec 2024, Sat

বিনপুরে মদ খেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল স্বামী

ছবি : প্রতীকী।ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :বিনপুরে মদ খেয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল স্বামী।মৃত স্ত্রীর নাম, লক্ষ্মীমণি হেমব্রম(৩৪)। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কাঁকো গ্রাম পঞ্চায়েতের ভালুকখুলিয়া গ্রামের ঘটনা। রবিবার পুলিশ গ্রেফতার করে স্বামী কালিপদ হেমব্রমকে।সোমবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে ধৃত কালিপদ হেমব্রমকে তোলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, শনিবার মোরগ লড়াই করতে গিয়েছিল পেশায় দিনমজুর কালিপদ হেমব্রম। মোরগ লড়াইয়ে সে দু’টি মোরগ জিতে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে মদ্যপ স্বামী স্ত্রীকে মাংস রান্না করতে বলেন। এনিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয় কালীপদের। আর তখনই কুড়ুলের বাঁট দিয়ে স্ত্রীকে মাথায় মারে কালীপদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মীমণি হেমব্রমের। মৃতার দাদা লক্ষীরামের অভিযোগের ভিত্তিতে কালিপদকে গ্রেফতার করে পুলিশ। বাড়িতে রয়েছে চার ছেলে ­মেয়ে। খুনের অভিযোগের বিচারক তিনদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন স্বামীকে।

Developed by