Breaking
3 Jan 2025, Fri

৬৫ তম রাজ্য তিরন্দাজি প্রতিযোগিতায় সোনা জয়ী হল ঝাড়গ্রামের বেঙ্গল আর্চেরি একাডেমির আকাশ

ঝাড়গ্রাম নিউজ ডেস্ক:৬৫ তম রাজ্য বিদ্যালয় ভলিবল ও তিরান্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বীরভূমের বোলপুরের। আর সেখানেই সাফল্য লাভ করে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চেরি অ্যাক্যাডেমির শিক্ষার্থীরা। গত শুক্রবার বীরভূম জেলার বোলপুর স্কুলের মাঠে ওই প্রতিযোগিতায় বালক বিভাগে অনূর্ধ্ব ১৪ যে প্রথম হয়ে আকাশ ওরাং সোনা পদক লাভ করেছে। আর অনূর্ধ্ব ১৭ তে তৃতীয় হয়ে সুমন কিস্কু, অনূর্ধ্ব ১৪ বিভাগে তৃতীয় হয়ে গনেশ টুডু ব্রোঞ্চ পদক লাভ করেছে। এছাড়াও অনূর্ধ্ব ১৪তে চতুর্থ হয়েছে সৌরভ দাস।

Developed by