Breaking
3 Jan 2025, Fri

প্রতি ঘণ্টায় 17 কিলোমিটার করে গতিবেগ বাড়াচ্ছে বুলবুল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আরও গতি বাড়িয়ে ধেয়ে আসছে বুলবুল। আজ রাতেই সুন্দরবনে আছড়ে পড়ার কথা বুলবুলের । বেলা যত বাড়বে ততই বাড়বে বৃষ্টি, এমনটাই জানাচ্ছেন আবহবিদরা ।

অন্যদিকে দুর্যোগ ঠেকাতে আগে থেকেই আটঘাঁট বেঁধেছে প্রস্তুত রাজ্য প্রশাসন। তৈরি কন্ট্রোল রুম। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সুন্দরবনে বাড়তি নজর থাকলেও সতর্কতা বেড়েছে দিঘা থেকে কলকাতা, সর্বত্র। ঘণ্টা প্রতি 17 কিলোমিটার করে গতিবেগ বেড়েছে বুলবুলের ৷ পরিণত হয়েছে ‘অতি শক্তিশালী ঘূর্ণিঝড়’-এ ৷

Developed by