Breaking
26 Dec 2024, Thu

দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে তাঁর কুলিয়ানা গ্রামে দিদিকে বলো কর্মসূচি করল শাসকদল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে তাঁর কুলিয়ানা গ্রামে দিদিকে বলো কর্মসূচি করল শাসকদল তৃণমূল। হ্যাঁ ঠিকই শুনছেন। দিলীপ ঘোষ! আর সেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রাম। যা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি। সেখানেই দিলীপ ঘোষকে সঙ্গে বৃহস্পতিবার দিদিকে বলো কর্মসূচি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু, জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা পশ্চিম মেদিনীপুরের পূর্ত কর্মাধক্ষ্য নির্মল ঘোষ, ব্লক সভাপতি টিঙ্কু পাল সহ স্থানীয় কর্মী-সমর্থকেরা। কুলিয়ানা গ্রামে এদিন প্রথমে মিছিল করে পরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। আর যে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন তিনি হলেন তৃণমূলের অবিভক্ত মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য তথা ঝা়ডগ্রাম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য।

Developed by