Breaking
26 Dec 2024, Thu

পূর্ব মেদিনীপুরের তন্তু শিল্প পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলার ৪০ জন তন্তু শিল্পী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পূর্ব মেদিনীপুরের তন্তু শিল্প পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলার ৪০ জন তন্তু শিল্পী।
বিকল্প কর্মসংস্থানের সন্ধানে ঝাড়গ্রাম জেলা পরিষদ এহেন উদ্যোগ নেয়। এদিন ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পাশেই অবস্থিত ঝাড়খন্ড রাজ‍্যের সিংভূম জেলায় বৃহত্তর এলাকা জুড়ে বিপুল চাহিদা রয়েছে তাঁত বস্ত্রের। এই বৃহত্তর বাজারকে কজে লাগিয়ে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার লক্ষ্যে ৪০ জন তন্তু শিল্পীকে নিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ সভাধিপতি মধুসূদন সরেন সহ চার কর্মাধ‍্যক্ষ এবং এক সদস্য পূর্ব মেদিনীপুরের তন্তু সমবায় শিল্প পরিদর্শন করেন

Developed by