Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের রাজা রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের ক্রিকেট কোচিংস্থল পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের রাজা রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টস ক্লাবের ক্রিকেট কোচিংস্থল পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এখানে এসে খুদে শিক্ষানবিশ ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন এবং তিনি খুঁদে পড়ুয়াদের আশ্বাস দেন, ‘এবার থেকে প্রতি মাসে একবার করে এসে পরিদর্শন করব।’ সংস্থার অন্যতম কর্মকর্তা জয়দীপ মল্লদেব জানালেন,’নিজস্ব উদ্যোগে এই আরএমএস স্পোর্টস ক্লাব চলছে। আমাদেরকে অনেক সাহায্য করেছেন মন্ত্রী নিজে।’

জঙ্গলমহলকে স্পোর্টসে উন্নয়ন করার জন্য তিনি সর্বদা পাশে থাকবেন। লক্ষ্মীরতন বলেন,’ঝাড়গ্রামকে বেছে নিয়েছি শুধুমাত্র এই এলাকার উদীয়মান খেলোয়াড়দের তুলে আনার জন্য। যাতে আগামী দিনে তারা বাংলার হয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করতে পারে।’

Developed by