ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ছাত্রভোটের দামামা বেজেছে। সেকথা মাথায় রেখেই এসএফআই সহ চারটি বাম ছাত্র সংগঠন ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ইস্যু হিসেবে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লাগাতার ফি বৃদ্ধিকে তুলে ধরা হলেও ভোটের কথা মাথায় রেখেই এই রাজনৈতিক কর্মসূচি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলেজে অ্যাকাডেমিক ফেস্ট কমিটি করে তার মাধ্যমে উৎসব না করে সেই অর্থ শিক্ষার উন্নয়নে ঢালার দাবিও তোলা হয়েছে। এদিন সর্বভারতীয় জয়েন্টের প্রশ্নপত্রে বাংলাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এসএফআইয়ের কেন্দ্রীয় কার্যকরী কমিটি। ২৩ ডিসেম্বর কলকাতায় এক বিশাল সমাবেশেরও ডাক দিয়েছে এসএফআই। ছাত্রভোটে তাদের স্লোগান হবে, টিএমসিপিকে হারাও, এবিভিপি তাড়াও।