ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বেতন বৃদ্ধি ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আপনারা খুশি তো ? কিন্তু তেমন হাততালি বা ধন্যবাদ শুনতে পাননি উপস্থিত কলেজ শিক্ষকদের কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার বার তিন বার সেই প্রশ্ন করেন। কিন্তু সমস্যা হল অন্য। কারণ রাজ্যের অতিথি শিক্ষকদের কিছুদিন স্থায়ীকরণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁদেরও আবার ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা। কিন্তু আজকের নেতাজি ইন্ডোরে আমন্ত্রণ ছিলেন না রাজ্যের অতিথি শিক্ষকরা। তাই তাঁদের কন্ঠস্বর শুনতে পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। যা খুবই ব্যাথিত করেছে অতিথি শিক্ষকদের। তাই দেরি না করে উপস্থিত না থাকার কারণ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে এমনকি বিভিন্ন জায়গায় সেই কৃতজ্ঞতা জানিয়ে ‘দিদি’র পাশে থাকার শপথ নিয়েছেন রাজ্যের কলেজের অতিথি শিক্ষকরা।