Breaking
24 Dec 2024, Tue

হাতে পাওয়ার আগেই বৃদ্ধি হল কলেজ শিক্ষকদের বেতন, সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাতে পাওয়ার আগেই বৃদ্ধি হল কলেজ শিক্ষকদের বেতন। সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজের গেস্ট, কন্ট্রাকচুয়াল ও পার্ট টাইম শিক্ষকদের ইতিমধ্যে এক ছাতার তলায় এনে নতুন করে নাম দিয়েছিলেন SACT. শুধু তাই নয় বেতন কাঠামোও ঘোষনা করেছিলেন হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে।

সেই বেতন এখনও হাতে পায়নি শিক্ষকরা। তার আগে আরো একবার বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। অবশ্যই বর্ধিত বেতন কার্যকরী হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। বর্ধিত বেতন কাঠামো দেওয়া হল-
SACT category 1 with atleast 10 years experience: ₹35000
SACT category 1 with less than 10 years experience: ₹31000

SACT category 2 with atleast 10 years experience: ₹25000
SACT category 2 with less than 10 years experience: ₹20000
সঙ্গে gratuity ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ করা হয়েছে।

Developed by