Breaking
24 Dec 2024, Tue

গোপীবল্লভপুর শহরে প্রথমবার কুমারী পুজো দেখতে ভীড় জমালেন হাজার হাজার মানুষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের দিকে জগদ্ধাত্রী পুজো খুব একটা হয় না। গোপীবল্লভপুর শহরে কলেজ রোডে হয় জগদ্ধাত্রী পুজো। আমরা ক’জন পুজো কমিটির উদ্যোগে হয় এই পুজো। এইবছর তৃতীয় তম বর্ষে পা দিল এই পুজো। এবছর পুজোর কোনো থিম না থাকলেও মূল আকর্ষন ছিল কুমারী পুজো। সোমবার সন্ধায় জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন এই পুজো হয়। এদিন এই কুমারী পুজো দেখতেই ভীড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ।

পুজো কমিটির সম্পাদক শুভদীপ দাস বলেন, ‘গোপীবল্লভপুরের বুকে এই প্রথমবার হল কুমারীপুজো। আর এই কুমারী পুজো দেখতে ভীড় জমিয়েছেন অনেক মানুষজন। আমরা আমাদের কথা রাখতে পেরেছি গোপীবল্লভপুর বাসীর কাছে। কুমারী পুজো দেখতে ভিড় হওয়ার আমি ও আমাদের পুজো কমিটির সকল সদস্যরা খুবই খুশি।’

Developed by