ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের খবরের জের। ঝাড়গ্রাম শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ভূদেব মাহাতোর বাড়ি থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা চুরি ঘটনায় নড়ে চড়ে বসল জেলার পুলিশ দপ্তর। ব্যবসায়ীর অভিযোগ না নিয়ে উল্টে উপহাস করার অভিযোগ উঠেছিল ঝাড়গ্রাম থানার বিরুদ্ধে। ৪ তারিখ রাত ৯টা ২৫ মিনিটে সেই এক্সক্লুসিভ খবর প্রকাশ হয় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে। তারপর কার্যত সেই খবর ভাইরাল হয়ে যায়। এহেন ঘটনার পর প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অনেকেই। সেই খবর দেখেই ঝাড়গ্রাম থানা থেকে ফোন যায় ব্যবসায়ীর কাছে।
ব্যবসায়ী ভূদেব মাহাতো জানিয়েছেন,’গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইলও সাইলেন্ট করা ছিল। এদিন ভোরে মোবাইলে দেখি ঝাড়গ্রাম থানা থেকে আমাকে ২৩ বার কল করা হয়েছে। তারপর এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমার বাড়িতে এসেছিলেন পুলিশ। নতুন করে স্পেশাল তদন্ত শুরু করেছেন উনারা। আমাকেও বলেছে থানায় গিয়ে জিডি করে আসবেন।’ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের খবর প্রকাশের পর পুলিশের এই তৎপরতায় খুশি শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ভূদেব মাহাতো।