Breaking
23 Dec 2024, Mon

বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি ,খড়গপুর কেন্দ্রর প্রার্থী প্রেমচন্দ ঝাঁ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। আগামী ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার ৩ আসনে উপনির্বাচন হবে।শনিবার দিল্লিতে এক প্রেস বিবৃতিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। খড়্গপুর সদরে বিজেপির প্রার্থী প্রেমচন্দ ঝাঁ।

আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের নাম কয়েকদিন আগেই ঘোষণা করেছে তৃণমূল ও বামেরা। প্রদেশ কংগ্রেসও প্রার্থী চূড়ান্ত করে এআইসিসির অনুমোদনের জন্য পাঠিয়েছে। খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় পুরপ্রধান প্রদীপ সরকারকে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে খড়্গপুর আসনে ৪৪ হাজারের বেশি ভোটে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়েছিল বিজেপি।

Developed by