ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল রাজ্যে গুটকা জাতীয় দ্রব্য নিষিদ্ধ। গত ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র স্বাক্ষরিত একটি নির্দেশিকা বের হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে রাজ্যে নিষিদ্ধ করা হচ্ছে সমস্ত গুটকা জাতীয় দ্রব্য। এতে গুটকা খাওয়া মানুষের জীবনে যেমন রেহাই পাবে তেমনি দূরারগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পাবে।