ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : যেতে হয় তবু যেতে নাহি দেব। এ কথাটাই যেন বার বার ফিরে আসছিল সকলের মনে। কারণ তিনি যে শুধু স্যার নন, সকলের অভিভাবক হয়ে উঠেছিলেন আবাল বৃদ্ধ-বনিতা সকলের কাছে। তাই প্রিয় স্যারের অবসর গ্রহণের দিন চোখে জল শিক্ষক থেকে পড়ুয়া সকলের।
ঝাড়গ্রাম জেলার এড়গোদা গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের জয়পুর হাইস্কুলের শিক্ষক মলয়কুমার দাসের অবসর গ্রহণের দিন এমনই তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। এ দেশে এমনও শিক্ষক আছেন যাঁরা নিজের পরিবারকে সময় দিয়েও স্কুলের ও গ্রামের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তেমনি এক শিক্ষক ছিলেন মলয়বাবু। তাই তাঁর শিক্ষকতার অবসরকালীন অনুষ্ঠানও বর্ণময় হয়ে উঠল।