Breaking
23 Dec 2024, Mon

‘চোর, গুণ্ডা, জমি-দালাল, মাতাল গাঁজাখোর, চরিত্রহীন আর সেটিংবাজ দিয়ে দলটা ভরতে থাকলে সাধারণ মানুষ পাশে শেষমেষ পাশে থাকবে তো?’ এমনই বিস্ফোরক প্রশ্ন তুললেন বিজেপির ঝাড়গ্রাম জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভদীপ দাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার আইটি সেলের কনভেনরের পর এবার ফের তোপ দাগলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভদীপ দাস। গত ৩০ তারিখ তিনি তাঁর নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘চোর, গুণ্ডা, জমি-দালাল, মাতাল গাঁজাখোর, চরিত্রহীন আর সেটিংবাজ দিয়ে দলটা ভরতে থাকলে সাধারণ মানুষ পাশে শেষমেষ পাশে থাকবে তো?’ এহেন বক্ত্যবের পর দলেরই অনেকে নেতা-কর্মী নানা বক্তব্য তুলে দিয়ে কমেন্ট করেছেন ফেসবুক পেজে।

Developed by