Breaking
8 Dec 2025, Mon

বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ বেলতলা চেকপোস্টর কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত লরির খালাসি, জখম চালক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ বেলতলা চেকপোস্টর কাছে জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত লরির খালাসি, জখম চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওডিশার দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে অন্য একটি গাড়ির পিছনে ধাক্কা মারে।
এরফলে চালকও গুরুতর জখম হয়েছেন। খালাসি ঘটনাস্থলেই মারা যান। ব্যক্তিকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

Developed by