Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামের বিজেপি নেতাদের জন্যই দল ছাড়া, ফেসবুকে পোস্ট করে এমনই জানালেন বিজেপির ঝাড়গ্রাম জেলার প্রাক্তন আইটি সেলের কনভেনর ডাম্পি ওরফে সুব্রত নন্দী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের বিজেপি নেতাদের জন্যই দল ছাড়া, ফেসবুকে পোস্ট করে এমনই জানালেন বিজেপির ঝাড়গ্রাম জেলার প্রাক্তন আইটি সেলের কনভেনর ডাম্পি ওরফে সুব্রত নন্দী। ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষনা করার পরই ফের ফেসবুকে আবারও পোস্ট করে ডাম্পি সাফ জানিয়ে দেন,‘তৃণমূলের কেউ আমার মাথা খায়নি, কেউ আমাকে ভয় দেখায়নি, কেউ আমাকে প্রলোভন দেয়নি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য। দল ছাড়লাম ঝাড়গ্রামে বিজেপি দলের কিছু ভুলভুাল নেতাদের জন্য। অসম্মানিত হয়েছি বিভিন্ন সময়ে বার বার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর সহ্য করতে পারিনি।’

Developed by