ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অবশেষে জিতল বাংলা৷ ধোপে টিকল না ওড়িশার দাবি৷ রসগোল্লা বাংলারই৷ ওড়িশার দাবি খারিজ জিআই কোর্টে৷ কলিঙ্গের দাবি খারিজ করে দিয়েছে আদালত৷ আর তার জেরেই রসগোল্লা বাংলা পেয়ে গেল জিআই জিআই স্বীকৃতি৷
আজ জিআই আদালত সাফ জানিয়ে দিয়েছে, রসগোল্লা যে বাংলার নয়, তা প্রমাণ করতে পারেনি ওড়িশা৷ ওড়িশার কোনও যুক্তি ধোপে টেকেনি৷ ফলে, আদালত জানিয়ে দিয়েছে, রসগোল্লা বাংলার ছিল৷ বাংলার থাকবে৷ এখানে ভাগ বসাতে পারে না ওড়িশা৷ বলেও জানিয়ে দেওয়া হয়েছে আদালতে৷
এর আগেও বাংলাকে রসগোল্লার জিআই স্বীকৃতি দেওয়া হয়৷ তবে এই নিয়ে ঘোর আপত্তি তোলে ওড়িশা৷ শুরু হয় আইনি লড়াই৷ দীর্ঘ বিতর্ক দানা বাঁধে আদালতে৷ জিআই স্বীকৃতি নিয়ে আদালতে গড়ায় মামলা৷ পরে আজ আদালত মামলার শুনানিতে উভয় পক্ষের সওয়াল শোনার পর বাংলার পক্ষেই রায় ঘোষণা করে৷