Breaking
23 Dec 2024, Mon

পরিকল্পনা করে কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে খুন করা হয়েছে: মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে এবার কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ একইসঙ্গে বিদেশ থেকে সাংসদদের দল আনিয়ে কাশ্মীরের পরিস্থিতি যাচাইয়ের কেন্দ্রীয় সরকারের কৌশলকেআক্রমণ করেছেন মমতা৷

সংবাদ সংস্থা এএনআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছে, জম্মু কাশ্মীর এখন পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা যখন কাশ্মীর সফর করছিলেন, সেখানে সতর্কতা মূলক ব্যবস্থা থাকার পরও কীভাবে শ্রমিকদের হত্যা করা হয়েছিল? এই খুনের তদন্ত হওয়া প্রয়োজন৷’’

কুলগামে ৫ বাঙালি শ্রমিকের হত্যা প্রসঙ্গ না উল্লেখ করে সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল৷ বলেন, ‘‘সন্ত্রাস সেখানেই হোক, এখানে হোক কিংবা অন্য কোথাও, এটা সবসময়ই নিন্দনীয়৷ আমরা সরদার বল্লভ ভাই প্যাটেলের মতাদর্শকে অনুসরণ করি৷ আমরা ভারতের ঐক্যকে বিশ্বাস করি৷ আমরা কখনই সন্ত্রাসকে বিশ্বাস করি না৷ এইটা নিন্দনীয় ঘটনা৷ সন্ত্রাস-কবলিত মানুষকে আমার হৃদয় থেকে শোকবার্তা জানায়৷’’ অন্যদিকে, ইওরোপীয় ইউনিয়নের কাশ্মীর সফর নিয়েও মুখ খুলেছেন ফিরহাদ হাকিম৷ জানিয়েছেন, ‘‘৩৭০ ধারা বাতিল করে কী কোনও লাভ হল? ইওরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়া হচ্ছে৷ কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’’ আজ মুর্শিদাবাদে নিহত শ্রমিকদের গ্রামে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের৷ গতকাল কলকাতা বিমানবন্দর থেকে পাঁচ শ্রমিকের মৃতদেহ নিয়ে তিনি মুর্শিদাবাদে যান৷

Developed by