Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামের প্রখ্যাত লেখক ললিতমোহন মাহাতোকে সংবর্ধনা জানিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাঁদনা পরবে যোগ দিতে এসে কুড়মী ও আদিবাসী সম্প্রদায়ের গুণিজনকে সংবর্ধনা জানালেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি। ঝাড়গ্রামের প্রখ্যাত লেখক ললিতমোহন মাহাতোকে সংবর্ধনা জানিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারি। আর মন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাঁর লেখা বইও উপহার তুলে দিলেন জঙ্গলমহলের মাটির গন্ধ লেগে থাকা রচনাকার তথা লেখক ললিতমোহনবাবু।

Developed by