Breaking
23 Dec 2024, Mon

সহরায় পরবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বীরসা-মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সহরায় পরবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বীরসা-মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। এদিন প্রথমে কাশিয়া জুঁওান গাঁওতা ক্লাবের সামনে বীরসা-মুন্ডার মূর্তিতে মালা দেন শুভেন্দু অধিকারি। তারপর প্রায় এক কিমি পায়ে হেঁটে কাশিয়া ফুটবল মাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমে একটি গোরুর চারপাশে হেঁটে প্রদক্ষিণ করেন মন্ত্রী। ওই মন্ত্রী ছাড়াও পদযাত্রায় ছিলেন ডেপুটি স্পীকার সুকুমার হাঁসদা, জেলাশাসক আয়েষা রানি এ, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ একঝাঁক জনপ্রতিনিধি।

Developed by