Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে বাঁদনা পরবে এসে চা-বিস্কুট না খেয়ে পিঠে খাওয়ার আবদার করলেন রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে বাঁদনা পরবে এসে চা-বিস্কুট না খেয়ে পিঠে খাওয়ার আবদার করলেন রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারি। গরু খুঁটান অনুষ্ঠানে ধামসা বাজিয়ে সকলকে তাক লাগালেন মন্ত্রী। ঝাড়গ্রাম জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম ঝাড়গ্রাম ব্লকের কাশিয়া ফুটবল ময়দানে বুধবার বাঁদনা পরবের আয়োজন করা হয়েছিল।

Developed by