ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার সকাল ৮টা নাগাদ ঝাড়গ্রামের পুকুরিয়ার ধরমপুর খালের পাশে উদ্ধার হয় একটি ময়াল সাপ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধরমপুর এলাকার ধান জমিতে এই বিশাল আকারের অজগর সাপটি দেখতে পায় গ্রামবাসীরা। সাপটি লম্বায় প্রায় ৭-৮ফুট। গ্রামবাসীরা খবর দেয়। এবং পরে সেটিকে ঝাড়গ্রাম জঙ্গলমহল জুলোজিক্যাল পার্ক থেকে লোক গিয়ে উদ্ধার করে নিয়ে যায়।