ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নিজের দেশে থেকে সীতার মতো অগ্নি পরীক্ষা দিতে হবে কেন প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র। এনআরসি ইস্যুতে সূর্যকান্ত বলেন,‘নিজের দেশে থাকি। সীতার মতো অগ্নি পরীক্ষা দিতে হবে? মোদি কে হরিদাস পাল? আমাদের চৌদ্দ পুরষের হিসাব চাইছেন? যারা এনআরসি চাইতে আসলে তাড়া করবেন।’