ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১০ ঘন্টার মধ্যে ডাকাতির কিনারা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। গত সোমবার রাত আটটা নাগাদ ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের হাসপাতাল রাস্তায় হাটার সময়ে মিতালী পালুই নামে এক মহিলার গলার থেকে সোনার চেন কেটে নিয়ে পালিয়ে যায় বাইকে থাকা যুবকরা। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখে যুবকদের তথ্য সংগ্রহ করা হয়। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘ওই ঘটনায় বাইক সহ অসিত সিং, মহাদেব পাল, মহম্মদ সাহিল নামে তিনজন যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের সকলের বাড়ি ঝাড়গ্রাম শহরেই। আজ ঝাড়গ্রাম আদালাতে তোলা হয়েছিল তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’