Breaking
24 Dec 2024, Tue

২০২১ থেকে দু’জনের বেশি সন্তান হলে আর মিলবে না সরকারি চাকরি! সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সোমবার অসম মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, একটি পরিবারে ২ জনের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না তাঁদের “হাম দো, হামারে দো”! পুরনো এই পরিবার পরিকল্পনা স্লোগানকেই সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার। সোমবার অসম মন্ত্রিপরিষদ (Assam Cabinet) সিদ্ধান্ত নিয়েছে যে, একটি পরিবারে ২ জনের বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না তাঁদের। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে লাগু হতে চলেছে এই নিয়ম। যে সমস্ত সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই দু’জন সন্তান রয়েছে তাঁদেরও সরকারি চাকরি টিকিয়ে রাখতে হলে এই বিষয়ে যত্নবান হতে হবে।সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ওই বৈঠকেই একটি নতুন ভূমি নীতিও গৃহীত হয়েছে। নয়া ওই ভূমি নীতি অনুযায়ী ভূমিহীন আদিবাসীদের তিন বিঘা করে কৃষিজমি এবং বাড়ি নির্মাণের জন্য অর্ধেক বিঘা জমি দেবে রাজ্য সরকার।

Developed by