Breaking
25 Dec 2024, Wed

প্রত্যার্পন কর্মসূচীতে ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল মালিককে ফেরালো ঝাড়গ্রাম জেলা পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মঙ্গলবার এস.পি. অফিস কনফারেন্স হলে ‘প্রত্যার্পন’ কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচীতে ঝাড়গ্রাম পুলিশ সর্বমোট ৫০ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে তাদের মালিকদের কাছে হস্তান্তর করেছে। এখনও অবধি মোট ৩৭৬টি কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং মোট ৩৭৬টি মোবাইল। প্রায় ৩৮লক্ষ টাকা ব্যয়ে উদ্ধার ও হস্তান্তর করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এছাড়াও রাশিয়ার সাইবেরিয়ায় উচ্চতর পড়াশোনা করা ঝাড়গ্রামের এক মেধাবী ছাত্র অমৃত লাল হুইকে ২৫হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোড়।

Developed by