ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার চিল্কীগড় কনক অরণ্য এলাকায় সাফাই অভিযান করল ‘চিল্কীগড় মা কনকদুর্গা মন্দির ওয়েলফেয়ার সোসাইটি’র কর্মকর্তারা। এদিন মন্দির চত্বর ও সামনের এলাকায় সাফাই অভিযানে নামেন সকলে। কারণ এই সময় পর্যটকদের এমনিতে ভিড় থাকে। তাই এলাকায় কিছুটা হলেও নোংরা হয়। তাই পরিস্কার পরিছন্ন রাখতেই উদ্যোগ নেওয়া হয়েছিল।