Breaking
25 Dec 2024, Wed

ব্যাঙ্ক উঠলে গ্রাহকরা ১ লক্ষ টাকার বেশি পাবেন না, জানাল HDFC BANK

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ব্যাঙ্ক পরিষেবায় কি বড়সড় ধস নামতে চলেছে? এই প্রশ্নটায় এখন ঘুরপাক খাচ্ছে গ্রাহকদের মধ্যে। ইতিমধ্যে HDFC BANK কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছেন যে কোন মুহূর্তে ব্যাঙ্ক যদি উঠে যায় তাহলে ১ লক্ষ টাকার বেশি আমানতকারী গ্রাহকরা মাত্র ১ লক্ষ টাকা ফেরত পাবে। আর বাকি টাকা ফেরত পাবেন না গ্রাহকরা। শুধু তাই নয়, ব্যাঙ্ক এ গ্রাহকরা গেলে সেখানে তাঁদের পাসবুকে রীতিমত HDFC BANK স্ট্যাম্প মেরে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে ব্যাঙ্ক যদি উঠে যায়, তবে ১ লক্ষ টাকার বেশি তারা দায়িত্ব নেবে না। যার জেরে চিন্তায় পড়েছে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক এর গ্রাহকরা !

Developed by