Breaking
25 Dec 2024, Wed

‘দিদিকে বলো কর্মসূচী’তে দিনরাত গ্রাম চষে বেড়ালেন উজ্জ্বল।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: দলীয় সূচী অনুযায়ী দিদিকে বলো কর্মসূচীতে শুক্রবার নয়াগ্রাম ব্লকের বেড়াজাল গ্রাম পঞ্চায়েতের দোল গ্রামে যান নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্ত। সকাল দশটা নাগাদ গ্রামে যান উজ্জ্বলবাবু। পাঁচটি বাড়িতে গিয়ে কথা বলেন উজ্জ্বলবাবু। গ্রামের মানুষের কাছে উন্নয়ন নিয়ে কোন আক্ষেপ রয়েছে কিনা তা জানতে চান। গ্রামের মানুষজন জানিয়ে দেন, উন্নয়ন নিয়ে কোন আক্ষেপ নেই।

তবে গ্রামে পাকাবাঁধ, একটি উপস্বাস্থ্য কেন্দ্র প্রায়োজন। পরে গ্রামের মানুষের হাতে ‘দিদিকে বলো’ কর্মসূচীর কার্ড তুলে দেন উজ্জ্বলবাবু। বিকালে মিছিল ও পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। এমনকি এদিন দোল গ্রামেই রাত্রিযাপন করেন ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত।

Developed by