ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের নাম করে মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগে কলকাতার দু’টি ভুয়ো সংস্থা থেকে মোট সাতজনকে গ্রেপ্তার করল সাইবার সেলের পুলিস। দিল্লির একটি সংস্থা থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে সাইবার সেল। জানা যায়, তপসিয়া ও বাটা মোড়ে দু’টি ভুয়ো সংস্থা মার্কিন নাগরিকদের মাইক্রোসফটের নাম নিয়ে ফোন করে টাকা হাতাচ্ছে। দু’টি দল একই সময় ওই দুই সংস্থার দপ্তরে হানা দিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। ১০টি হার্ড ডিস্ক, একটি পেন ড্রাইভ, দু’টি ল্যাপটপ, দু’টি মোবাইল ফোন, একটি ডেবিট কার্ড ও প্রচুর নথি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে।