Breaking
1 Nov 2024, Fri

বেলিয়াবেড়ার আশকোলা গ্রামে ‘ঝাঁপান’ দেখতে ভীড় জমালেন হাজার হাজার মানুষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শুক্রবার বেলিয়াবেড়া ব্লকের আশকোলা গ্রামে হল মনসা মাতার পুজো। এই ঐতিহ্যবাহী মনসা পুজোতে প্রতি বছরই ঝাঁপান (সাপের খেলা) দেখতে মেতে ওঠেন গ্রামবাসীরা৷ ঠিক সেইমতো এবছরও ভাটা পড়েনি। প্রায় পাঁচ হাজার মানুষ জমা হয়েছিলেন এদিন সাপের খেলা দেখতে। ঘট উত্তোলনের পর ঘটের সামনে সাপের খেলা দেখিয়ে দেখিয়ে সারা গ্রাম ঘুরে মন্ডপে পৌঁছান৷ সাপের খেলা দেখাতে পয়সার বিনিময়ে বাইরে থেকে লোক আনা হয়৷ সাপের খেলা দেখাতে প্রায় ১০-১৫ টি বিষধর সাপ নিয়ে আসেন ওই ব্যক্তি৷ ওই সাপ গুলো দিয়েই এদিন খেলা দেখান। হাত দিয়ে টানা এক চাকা লাগানো এক গাড়ির উপর এই সব খেলা দেখান। এই খেলা দেখতেই মেতে উঠেছিলেন গ্রামের আট থেকে আশি সকলেই।

Developed by