ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সরকারি ভাবে ধান কেনার জন্য প্রক্রিয়া শুরু করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন।বুধবার ঝাড়গ্রাম জেলা জুড়ে চালু হয়েছে ধান কেনার জন্য রেজিস্ট্রেশন। এদিন থেকে ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের আটটি সিপিসিতে ধান কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
সিপিসিগুলি হল- লালগড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম ব্লকের কিষান মান্ডি, সাঁকরাইল ব্লকের রাঙাডিহা কিষান মান্ডি, গোপীবল্লভপুর-১ ব্লকের অফিসের কাছে, বেলিয়াবেড়া ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েত অফিস ও জামবনী ব্লকের গিধনি মান্ডি মার্কেট। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানী এ বলেন, জেলার আটটি সিপিসিতে ধান কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য সরকারি ভাবে প্রচার চালানো হবে।