ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষের! বাসের উপর প্রতিনিয়ত চলছে যাত্রীদের অবাধ যাতায়ত। প্রশাসনের নির্দেশিকা থাকা সত্তেও বার বার একই ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলায়। শুধু ঝাড়গ্রাম শহরেই নয় ঝাড়গ্রামের বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর এসব এলাকা গুলোতেও একই চিত্র ধরা পড়ছে। যাত্রীরা নিজের ইচ্ছায় ছাদে যাচ্ছেন? না কি জোর করে তোলা হচ্ছে? প্রশ্নের উত্তরও অজানা। ঝাড়গ্রাম-চিলকিগড় যাওয়ার রাস্তায় ঠিক এমনই চিত্র ধরা পড়ল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের ক্যামেরায়।