ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জাতীয় স্তরে ফের মুখ উজ্জ্বল হল ঝাড়গ্রাম তথা বাংলার। জাতীয় স্তরে রৌপ্য পদক পেল ঝাড়গ্রামের কন্যা মাহিয়া বাগচী। মাহিয়া এবারে ছত্রিশগড়ে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা প্রতিযোগিতার গ্রূপে ইভেন্টের দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক লাভ করেছে।
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে অভিনন্দন জানায় মাহিয়াকে। আগামী দিনে ঝাড়গ্রাম তথা রাজ্য-দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনা করি।