ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন দাদা৷ মনোনয়ন জমা দেওয়ার পর আগামিকাল কলকাতায় ফিরছেন মহারাজ৷ সবার মতামত নিয়ে কাজ করব৷ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া সৌরভের৷
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নয়া সাফল্যের কথা জানা মাত্রই হবু বোর্ড সভাপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সকালে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সভাপতি নিযুক্ত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন৷ আপনি বাংলাকে গর্বিত করেছেন৷ দেশকে নতুন আলো দেখিয়েছেন৷ নতুন ইনিংসের জন্য তোকামে শুভেচ্ছা৷’’
ভারতীয় দলকে নিজে হাতে গড়েছিলেন৷ ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে জর্জড়িত ভারতীয় ক্রিকেট দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ নিজের অধিনায়কত্বে একাধিক নতুন তারকারকে জন্ম দিয়েছিলেন৷ দিয়েছেন সুযোগ৷ তবে সাফল্যের পিছনে ছিল গুচ্ছ ব্যর্থতা৷ ক্রিকেট জীবনে বহু সাফল্য, ব্যর্থতার পর ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছিলেন বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে ২২ গজ ছেড়ে গেলেও মাঠের প্রশাসনিক ক্ষমতা ছাড়েননি৷ আর সেই সুবাদে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হতে চলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷