Breaking
26 Dec 2024, Thu

হাড়দার জিলিপিতে এবার গেরুয়া রঙ!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাড়দার বিখ্যাত জিলিপিতে এবার গেরুয়া রঙ! বিনপুরের হাড়দায় লক্ষীপুজোর বিশেষত্ব হচ্ছে লক্ষী-সরস্বতীর যুগল আরাধনা। যা দেখতে দূর-দুরান্তের প্রচুর মানুষ ভিড় জমায়। এমনকি হাড়দার প্রবাসীরাও লক্ষীপুজো উপলক্ষে বাড়ি ফেরেন। আর পুজো উপলক্ষে গ্রামে একটাই জিলিপি দোকান বসে। যা নিলামের মাধ্যমে জিলিপি দোকানের মালিকানা পায়। এবারের জিলিপি দোকানের নিলামে ডাক পেয়েছেন বিজেপির হাড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা মণ্ডলের স্বামী তথা বিজেপির নেতা রাজেশ মণ্ডল।

এবারে নিলামে দর উঠেছিল ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। এখানের জিলিপির বৈশিষ্ট্য হল চাল ও বিউলি ডালের উপাদান। এবারে জিলিপি বিক্রির জন্য ব্যাগ তৈরি করা হয়েছে। এমনকি জিলিপি কেনার পর খদ্দেরদেরকে সেই ব্যাগে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ব্যাগের রঙ গেরুয়া। সেখানে রাজেশ মণ্ডলের নাম এবং জনসংযোগের জন্য ফোন নম্বরও দেওয়া রয়েছে। তাই প্রশ্নটাই থেকে যাচ্ছে এবার কি গেরুয়ার রঙ লাগলো জিলিপিতে…!

Developed by