Breaking
26 Dec 2024, Thu

১৩ অক্টোবর মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম রুটে ২৪ ঘন্টা যাত্রীবাহী বাস বন্ধের ডাক দিল সংগঠন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৩ অক্টোবর মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম রুটে ২৪ ঘন্টা যাত্রীবাহী বাস বন্ধের ডাক দিল মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম শাখা বাস ওর্নাস অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের নতুন বাসস্ট্যান্ডে বাসটিকে আটকে রাখার অভিযোগ উঠেছিল ঝাড়গ্রাম বাস ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আটক বাসটির মালিক হলেন পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি। মৃগাঙ্ক মাইতি বলেন,‘আমার বাসের পারমিট থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের আরটিওকে বলেও কোন লাভ হয়নি।’ এখনও ঝাড়গ্রামেই বাসটি পড়ে রয়েছে। মেদিনীপুর-ধেড়ুয়া-ঝাড়গ্রাম রুটের বাস ওর্নাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন,‘আজ আমরা জরুরীকালীন মিটিং করে বেআইনি ভাবে বাস আটক করে রাখার প্রতিবাদে ১৩ অক্টোবর রবিবার ২৪ ঘন্টা ওই রুটে সমস্ত যাত্রীবাহী বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। যাত্রীদের কষ্টের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

Developed by