Breaking
26 Dec 2024, Thu

প্রতিদিন রাতে হাতি ফসল নষ্ট করছে, হাতি তাড়ানোর অভিযোগ নিয়ে বালিভাসা বন দপ্তরের অফিস ঘেরাও করল মহিলারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: হাতির তান্ডবের কারনে বালিভাসা ফরেস্ট অফিস ঘেরাও করল স্থানীয় মহিলারা। জানা গিয়েছে হাতির পাল ধান জমি নষ্ট করায় এদিন বন দপ্তরের অফিস ঘেরাও করেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে মানিকপাড়ার দুধকুন্ডি অঞ্চলের বড়াশুলি গ্রামে রাত্রি হলেই হাতির পাল তান্ডব চালাচ্ছে। গতকাল রাত্রি ৮টা নাগাদ বড়াশুলি,খাসজঙ্গল, বাঁকা ভুরকুন্ডা মৌজা গুলির উপর দিয়ে আনুমানিক ৪০-৫০ টি হাতি হানা তান্ডব চালায়। প্রায় কয়েক একর ধান জমি নস্ট হয়। শুক্রবার তারই প্রতিবাদে গ্রামের মহিলারা সকাল সাড়ে ১০টা নাগাদ বালিভাসা বন দপ্তরের অফিস ঘেরাও করেন এবং বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে মানিকপাড়া বিট হাউসের অফিসার এবং বন দপ্তরের অফিসাররা উপস্থিত হন ঘটনাস্থলে। এবং আশ্বাস দেন যে চাষীদের ক্ষতিপুরন দেওয়া হবে। এদিন দুপুর ১টা নাগাদ মানিকপাড়া বিট হাউসের একজন অফিসার ও বালিভাসা বন দপ্তরের অফিসার ক্ষতিগ্রস্থ জমি গুলো পরিদর্শন করেন। চাষীদের জমি গুলো দেখে তাঁদের নাম ও জমির পরিমান নথিভুক্ত করেন। গ্রামের এক চাষী সুকদেব পাল বলেন, আমাদের যে ক্ষতি করে দিয়েছে তাতে আমরা আর ফসল বাড়িতে তুলতে পারবোনা। অবিলম্বে হাতিগুলো তাড়ানোর ব্যবস্থা করুক বন দপ্তর। এটাই আমরা গ্রামবাসীরা চাই।

Developed by