Breaking
26 Dec 2024, Thu

৫৭৭০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করল ঝাড়গ্রাম আবগারি দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ৫৭৭০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর। এদিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাঁচকাহানিয়া, পাঁচগেরিয়া, রাইশোল, ভুযাসাই, খুদমারিয়া প্রভৃতি এলাকায় তল্লাশি চালানো হয়। চোলাই মদ ও কাঁচামাল মিলে ৫৭৭০ লিটার সহ আনুষঙ্গিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি দপ্তর এই ঘটনায় দুটি মামলা রুজুও করেছে।

Developed by